- আমরা স্বাধীন আমরা নবিন
 - ♥♥♥♥♥♥♥♥
 - ওরা আজও আছে
 - ওরা খুবলে খুবলে খাচ্ছে
 - আমাদের মানচিত্র
 - আমাদের গণতন্ত্রকে ওরা ধর্ষণ
 - করে ধর্ষিতার আর্তনাত শুনে
 - ঠোটে লোলুপ
 - হাসি ঝুলিয়ে হুংকার
 - দিতে দিতে বীর
 - বেশে চলে যায়।
 - আর আমরা তখন
 - শীলাকি জওয়ানির অর্ধ-নগ্ন
 - কোমর দুলানো নৃত্য দেখে
 - খুশীতে ডুগডুগি বাজায়।
 - ওরা আজও আসে মায়ের আচলের
 - নিচের
 - লুকিয়ে রাখা ধনকে কেড়ে
 - নিয়ে
 - মাকে নতুন কষ্ট উপহার দিতে।
 - ওরা আজও
 - আসে মুছে দিতে নববধূর হাত
 - থেকে মেহেদির রং,
 - আর
 - বোনকে তুলে নিয়ে মেতে
 - উঠতে আদিম খেলায়।
 - ওরা আজও
 - আসে সাদা কাপড়ে বাবার মুখ
 - ডেকে তার সন্তানকে
 - পিতৃশ্নেহ থেকে বঞ্চিত
 - করতে।
 - ওরা আজও আসে আধার রাতের
 - বিভীষিকা হয়ে
 - ঘুমন্ত অসহায় মানুষদের ঘুমটুকু
 - কেড়ে নিতে।
 - ওরা আসে একটি গ্রাম
 - পুড়িয়ে ছাইয়ের
 - সাথে অসহায়দের আর্তনাত
 - রেখে যেতে।
 - তবুও আমরা বুক
 - উঁচিয়ে বলি স্বাধীনতা
 - পেয়েছি।
 - বিশ্বের বুকে পতপত
 - করে উড়ে আমাদের স্বাধীন
 - দেশের পতাকা
 - তবে কোথায় সেই স্বাধীনতা?
 - স্বাধীনতা আজ বন্ধী ঐ মোড়ট
 - বাধা কাগজে,
 - সকালের হকারের হাতের
 - খবরের
 - কাগজে তাকে পাওয়া যাবেনা।
 - স্বাধীনতার ফল খায় আজ
 - কালোবাজারি, মুনাফাখোর আর
 - আছে যাদের বাহুবল,
 - প্রতিবাদ
 - করবে কে আমরাতো সব
 - কাপুরুষের দল।
 - স্বাধীনতা ভোগ
 - করে দুর্নীতিবাজ আর আছে যত
 - গডফাদার
 - স্বাধীনতা আসেনি জীবন
 - সাজাতে সাধারন জনতার।
 - স্বাধীন দেশের
 - পতাকা বুকে একে ঘুরে বেড়ায়
 - ঐ হায়েনারা
 - পুরনো অভ্যাস
 - মাথাচাড়া দিলেই
 - যারা আবারো মেতে উঠতে
 - চায় পাশবিকতায়।
 - আবারো ওরা আমাদের এই
 - স্বাধীন দেশের
 - মানচিত্রে ফুটিয়ে তুলে লাল
 - রক্তের আকা রেখা।
 - কিন্তু আমরা চুপ করে থাকি, যেন
 - এখনো আমরা কথা বলতে
 - শিখিনী।
 - আমাদের কাছে মুক্তিযোদ্ধের
 - ইতিহাস শুধুই একটি রূপকথা
 - ৪৭, ৫২, ৬৯, ৭১ এগুলো আমাদের
 - কাছে কেবলই
 - কয়েকটি সংখ্যা মাত্র
 - এর বাহিরে এদের অন্য কোন
 - পরিচয় এখন আমরা জানি না।
 - আজ আমরা নিজেদের আখের
 - গুছাতেই ব্যস্ত
 - দেশকে নিয়ে ভাবার মত সময়
 - আমাদের নেই।
 - স্বাধীনতার উত্তরাধিকার
 - হিসেবে আমরা স্বাধীনতাকে
 - তার যোগ্য সম্মান
 - দিতে পারিনি
 - হয়ত পারবোনা কোন দিন, কারণ
 - আমাদের বিবেক আজ
 - ঘুমিয়ে আছে
 - তবুও স্বপ্ন দেখি ঐসব
 - সংখ্যাগুলোর পাশে নতুন
 - আরেকটি সংখ্যা যুক্ত হবে।
 - যে সংখ্যা সাক্ষী দিবে
 - আমাদের প্রকৃত স্বাধীনতার,
 - যে সংখ্যা বলবে জয় হয়েছিল
 - মানবতার,
 - যে সংখ্যা ঘোষণা দিবে নতুন
 - জাগরণের,
 - যে সংখ্যা প্রকাশ
 - করবে অত্যাচারীদের বাহু
 - গুড়িয়ে দেওয়ার কথা।
 - স্বাধীনতার উত্তরাধিকার
 - হিসেবে আমি আজও সেই
 - সংখ্যাটির অপেক্ষায় আছি।
 - “গল্পগুলো ভর করে প্রজাপতির
 - ডানায়” কাব্যগ্রন্থে প্রকাশিত।
 - দেশ আমার জন্ম ভূমি
 
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
মুক্তি চাই। সাধীন ভাই
জিবন মানেই যুদ্ধ
মানুষ পৃথিবীতে আসে যুদ্ধ করে ও যুদ্ধ
করবার জন্য, সবকিছুর সাথে !
বাবার লক্ষ শুক্রকীট
থেকে যুদ্ধকরে মাত্র একটি শুক্র মায়ের
ওভামে গিয়ে অভুলেশনের পরই আপনার
একটা কোষ তৈরি হয়েছিলে জাইগোট
নামে !
দেখুন শুরুটাই যুদ্ধের !
লক্ষ শুক্রকে পরাজীত
করে হাজারো অনুজীব , ব্যাক্টেরিয়া ,
ভাইরাস ! সবকিছুকে পরাজিত
করে আজকের আপনি , যার
অনুভুতি গুলো ফেবুর পাতায়
পেয়ে আমরাও অনুতাড়িত হই !
আমার কি নেই বা কি অপুর্নতা , সবকিছুর
চেয়ে আমি বেচেঁ আছি প্রতিক্ষন যুদ্ধ
করে এটাই আমার প্রাপ্তি ।
আপনার চারিদিকে তাকিয়ে দেখুন
কারো পা নেই , কারো কিডনি নেই ,
কারো চোখ নাই ,
কারো কোনো আপনজন নেই ,
কারো সম্পদ নেই , তবুও তারা যুদ্ধ
করছে বাচাঁর জন্য । কারন এই
বেচেঁ থাকাটাই মানব জীবনের
পুর্নতা তা যতদিন হোক !
আপনার জীবনকে শেষ
করেদিলে কারো কিচ্ছু হবেনা , সব
থাকবে বাট
আপনি থাকবেন না , সবাই একসময়
ভুলে যাবে আপনাকে ,তাই
নিজেকে ভালবাসতে শিখুন ঠিক
নিজের মত করে !
তাতে যতটা যুদ্ধ করার
প্রয়োজন ততোটা করে !
তবে সব কিছুতেই আল্লার উপর ভরসা রাখতে হবে আমাদের সব কিছু আল্লাহ তায়ালার জন্যেই
করবার জন্য, সবকিছুর সাথে !
বাবার লক্ষ শুক্রকীট
থেকে যুদ্ধকরে মাত্র একটি শুক্র মায়ের
ওভামে গিয়ে অভুলেশনের পরই আপনার
একটা কোষ তৈরি হয়েছিলে জাইগোট
নামে !
দেখুন শুরুটাই যুদ্ধের !
লক্ষ শুক্রকে পরাজীত
করে হাজারো অনুজীব , ব্যাক্টেরিয়া ,
ভাইরাস ! সবকিছুকে পরাজিত
করে আজকের আপনি , যার
অনুভুতি গুলো ফেবুর পাতায়
পেয়ে আমরাও অনুতাড়িত হই !
আমার কি নেই বা কি অপুর্নতা , সবকিছুর
চেয়ে আমি বেচেঁ আছি প্রতিক্ষন যুদ্ধ
করে এটাই আমার প্রাপ্তি ।
আপনার চারিদিকে তাকিয়ে দেখুন
কারো পা নেই , কারো কিডনি নেই ,
কারো চোখ নাই ,
কারো কোনো আপনজন নেই ,
কারো সম্পদ নেই , তবুও তারা যুদ্ধ
করছে বাচাঁর জন্য । কারন এই
বেচেঁ থাকাটাই মানব জীবনের
পুর্নতা তা যতদিন হোক !
আপনার জীবনকে শেষ
করেদিলে কারো কিচ্ছু হবেনা , সব
থাকবে বাট
আপনি থাকবেন না , সবাই একসময়
ভুলে যাবে আপনাকে ,তাই
নিজেকে ভালবাসতে শিখুন ঠিক
নিজের মত করে !
তাতে যতটা যুদ্ধ করার
প্রয়োজন ততোটা করে !
তবে সব কিছুতেই আল্লার উপর ভরসা রাখতে হবে আমাদের সব কিছু আল্লাহ তায়ালার জন্যেই
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
