সাম্প্রতিক দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন জঙ্গলে তাবলীগ জামাতের লোমহর্ষ কারগুজারী ❕
![]() |
নওমুসলিম আমাজন সম্প্রদায়
🇺🇸
|
আমাজন অধিবাসীদের ব্যাপারে কম বেশ অনেকেরই জানা আছে কল্পকাহিনী, প্রবন্ধ এবং রূপ কথার গল্প।
দক্ষিণ আমেরিকার ৭০ লক্ষ্য বর্গকিলোমিটার জলীয় ও স্থলীয় সীমা নিয়ে আমাজন জঙ্গল অবস্থিত।
এর মূল বনাংশ ৫০ লক্ষ্য বর্গকিলোমিটার আদ্র আবহাওয়া বহমান।
নানান প্রজাতির পশুপাখি সমৃদ্ধ ঘেরা সবুজ প্রাকৃতিক আমাজন জঙ্গল।
![]() |
জঙ্গল আমাজন |
জঙ্গলি অধিবাসীদের অনেকেই Portuguese ভাষায় কথা বলে, বলে ধারণা করা হচ্ছে। তবে গহীন জঙ্গলের অধিবাসীরা কোন ধরনের ভাষা ব্যবহার করে তা জানা নেই।
![]() |
দাওয়তী দল সাগর পথে
೦➽➣ কিছু বৈচিত্রময় ছবি গুগল থেকে ভয়ঙ্কর, রূপমোহ, অশালীন কিছু ছবি দেখতে পারেন।
|
![]() |
নৌ পথে আমাজন জঙ্গলের ভেতরমূল কারগুজারীতে এবার আসি...ইউরোপের একটি তাবলীগি জামাত লাথিন আমেরিকায় দাওয়াতের কার্যক্রমে আসার পর কিছু লোমহর্ষ ঘটনা। |
![]() |
দ্বীনের দাঈগণ আমাজনের পথে |
- বীরত্তের সাথে আসছে এখানে.. সুবহে সাদিকের সুভ্রূ আভা উদয় হওয়ার পূর্বেই কিছু রক্ত খেকো কৃষ্ণ নাঙ্গা মানব ঘুমন্ত জমাতটির চারিদিক ঘিরে ফেলে।
অথচ বনমানুষগুলোর হাতে ক্ষুরধার মরণাস্র। তাবু থেকে বাধ্য করা হয় জমাতটিকে বনসর্দারের নিকট যেতে। আল্লাহর উপর তাওয়াক্কুল দিয়ে সেখানে পৌঁছে দেখে এলাহী কাণ্ড... লোকগুলির শরীর থেকে বেশ্রী দুর্গন্ধ শুকলেই বমি হওয়ার মত।
ধীরেধীরে কৌশলে সহচর সহ আমীর এই জনগোষ্ঠীর সর্দারের খুব নিকটে চলে যায় ।
দাওয়াতী দলটির বেশভূষা দেখে জঙলি লোকগুলো কোন অসদাচরণ করেনি....
লতাপাতা দ্বারা আবৃত্ত একটি কুঁড়েঘরে তাঁদেরকে আটকে রাখে।
এক সাথে এত্ত মানুষ করায়ত্ত করতে পেরে জঙলি মানুষগুলো আনন্দচিত্তে জড়ো হয়ে লাফিয়ে তাদের ভাষাভাষায় কীর্তন করছে।
ফজরে সময় হলো... আলোর পরশে পূর্ব দিগন্ত উজ্জ্বল রূপ নিয়েছে।
আমীরের পরামর্শ মোতাবেক তায়াম্মুম করে ফজরের সালাতে দণ্ডায়মান হন এক সাথে ১১ জন আল্লাহর রাস্তার মেহমান।
শুভ প্রভাত |
নামাজ শেষ করে সুরায়ে ইয়াছিন, সুরায়ে হাশরের শেষাংশ, এবং আয়াতুল কুরসি পাঠ করেন সকলেই।
এই মধুমিশ্রিত তেলাওয়াত শোনে এবং নামাজের দৃশ্য দেখে জঙলি মানুষদের অন্তরে স্রষ্টাতত্ত্ব বোধ জেগেছে, ১১ জন সাথীকে সসম্মানে উঁচু স্থানে বসিয়ে এই জঙলি সসম্প্রদায়ের সর্দার নিজের গলার মালা খুলে আমীরের গলেতে পড়িয়ে দিয়ে সকল পাহাড়ি, জঙলি অধিবাসী সহ সর্দার মস্তক অবনত করে তাদের প্রতি।
সাথীরা লোকদের ইশারা করে মাথা উঠাতে, এবং ইংগিত দিয়ে বুঝিয়ে দিলেন এই মাথা নিছক আসমানওয়ালার নিকট অবনত করা যায়।
ইশারা ইংগিতের দারা তাদেরকে বুঝিয়ে দিলেন তোমরা সকলে গোসল করো এবং কিছু লতাপাতা দিয়ে তোমাদের দেহকে আচ্ছাদিত করো। পাহাড়ি জঙলি মানুষদেরকে মহা সত্যের দিক ইসলামের পথে আহ্বান করলেন দ্বীনের দাঈগণ ।
এখানে ফলমূল ও কিছু শুকনো খাবার খেয়ে বেশ কয় দিন তাদেরকে সামান্য ভাষা এবং কোরআনের তালীম দিয়ে আল্লাহর সত্তার পরিচয় করে দিলেন তাবলীগী দলটি।
যাবার সময় তাবু থেকে কিছু অন্তঃঅঙ্গ ঢাকার মতো কাপড় পড়িয়ে আধুনিক কিছু সামগ্রী তাদের হাতে বুঝিয়ে দিয়ে আবারো দুর্গম গিরিপথ বেয়ে লোকালয়ে এসে পৌঁছেন। দ্বীনের দাঈ জমাতটি।
___________________________
আমাজন জঙ্গলে ক্যামেরায় ধারণকৃত ইউটিউব ভিডিও
আমাকে ফেসবুকে পেতে mufti siraji এড্ড করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত