সোমবার, ৬ মার্চ, ২০১৭

প্রধান বিচারালয়ে অমুসলিমদের আস্ফলন ভাঙবে হেফাজতে ইসলাম।

 গ্রীকদেবীর মূর্তি স্থাপন সামাল দিতে আলেমদের হয়রানি সহ্য করা হবেনা


আগামি ৯/৩/২০১৭ ইং সকাল ১০ ঘটিকায়
ক্যাপশন : ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া

সাম্প্রতিক বাংলাদেশ সর্বোচ্চ বিচার বিভাগ সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে ভিনদেশী সাংস্কিতি গ্রীক মূর্তির ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে জেগে উঠেছে দেশপ্রেমিক উলামা'মাশায়েখ এবং সর্বস্তরের মুসলিম জনতা

ক্যাপশন : নবনির্মিত গ্রীকদেবীর মূতি সুপ্রিমকোর্ট প্রাঙ্গন

গত এক মাস ধরে চলমান আন্দোলন, বিবৃতি , স্মারকলিপিতে সরকারসরকার ও আদালত কোন সায় দিচ্ছেনা। উল্টা হেফাজতে ইসলামের শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বৈরিত অবস্থান নিয়েছে সরকার।
</মামলার বিবরণ>

  • শাহবাগ থানার একটি নাশকতার মামলায়

হেফাজত ইসলামের নেতা মুফতি
ওয়াক্কাসসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা জারি করেছেন আদালত।

  • রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল

হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র
গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি
করেন। আগামি ৬ এপ্রিল আদালত গ্রেপ্তার
সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের
জন্য দিন ধার্য করেছেন । গ্রেপ্তারি
পরোয়ানা জারি হওয়া উল্লেখ্যযোগ্য
আসামিদের মধ্যে রয়েছেন- 


۝ মুফতী ফয়জুল্লাহ, দেলোয়ার হোসেন সাঈদী,
মাওলানা মো. রফিকুল ইসলাম খান,
অধ্যাপক আবদুল কাদের, মাওলানা মো.
ইশহাক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মুফতি
ফখরুল ইসলাম।

☞ মামলার বিববরণ থেকে জানা যায়, ২০১৩
সালের ২২ ফেব্রুয়ারি বিকেলে আসামিরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও
আনন্দ বাজারের মাঝখানের রাস্তায়
দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র এবং ককটেল
বোমা সজ্জিত হয়ে গণজাগরণ মঞ্চ ও
কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙচুরের উদ্দেশ্যে
আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
ফলে আসামিরা সরকার ও পুলিশ সম্পর্কে
নানাবিধ উস্কানিমূলক বক্তব্য দিয়ে
অতর্কিতে পুলিশকে ইট-পাটকেল ও ককটেল
নিক্ষেপ করে। তারা কয়েকটি গাড়ি
ভাঙচুর করে এবং একটি লেগুনায় আগুন
ধরিয়ে দেয়। ওই ঘটনায় শাহবাগ থানার
এএসআই ছানোয়ার হোসেন মামলাটি
দায়ের করেন।

ক্যাপশন : ব্রাহ্মণবাড়িয়াউলামা সম্মেলনে আন্দোলনের রূপরেখা

আগামি ৯/৩/২০১৭ সকাল ১০ ঘটিকায়টেংকের পাড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণহয়ে বিক্ষোভমিছিলটি কাউতুলি চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

ক্যাপশন : কাউতুলি মোড়


আমাদের জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সাথে এক্টিভ থাকুন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত