মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫

রমণীর শান্তির নীড় পর্দা-হিজাবে | মুফতী সিরাজী

তাহলে শেষ পর্যন্ত খ্রিস্টান বেধর্মীরাও পর্দাকে বরণ করতে বাধ্য হল ?





বাস্তবে আমরা যা দেখি, যে সর্বউৎকৃষ্ট ফল ফলাদি নিরাপত্তা বেষ্টিত  থাকে, ফলে মানব ও জিনের নজর যেন না লাগে।
যেমন গাছে ঝুলানো
*তাজা ফল রঙ্গিন, সুস্বাদু হয় কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত থাকেনা, চাল বা চামড়ার আবরণ যুক্ত থাকে।
*মুক্তা ঝিনুকের অভ্যান্তরে তার শাসে লুকিয়ে ধিরে ধিরে বড় হয়।
*কুস্তুরী গভীর জঙ্গলে থাকা হরিণ সাবুকের তলদেশে ঝুলিতে সৃষ্টি হয় ইত্যাদি...।

মোটকথা-- যত মূল্যবান বস্তু, তত"আড়ালে হয়।
আর খোলা মেলা থাকলে যেমন উল্লেখিত জিনিস নিরাপত্তাহীন তেমনি অবমূল্যায়ন ও হয়,
স্বর্ণালঙ্কার যেমন চোর ডাকাতের হাতের থাবায় চলে যায়, এমনি নারী বেপর্দা চলাফেরা করলে বখাটে ছেলেদের ইবটিজিং,ধর্ষণের আওতায় চলে আসে।

আসল কথা হল নারীদের নিরাপত্তা জন্য যত আইন কঠোর থেকে কঠোর হবে ইবটিজাররা ততই সক্রিয় হবে।
যতক্ষণ আল্লাহর বিধানের বাস্তবায়ন না হবে
আল্লাহ তায়ালা সূারায়ে আহযাবের ৫৯নং আয়াতে বলেন
ياايهاالنبى قل لازواجك و بنتك و نسأ المؤمنين يدنين عليهن من جلابيبهن ذالك ادنى ان يعرفن فلايؤزين وكان الله غفورارحيما (٥٩)
 "হে নবী: আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপরে টেনে দেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উতক্ত করা হবেনা। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।

এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা চাদর বা বোরকা এমন ভাবে আবৃত্তের কথা বলেছেন যাতে ভদ্র ও নিজের স্বতিত্ব রক্ষাকারিণী, সতর্ক এক জন মহিলা হিসাবে দূর থেকে মানুষে সহজে চিনতে পারে. যা দ্বারা ইবটিজার নিজের ভাব'বাক্য প্রকাশ করতে সাহস না পায়- এখানে পর্দাশীল নারীদের উত্তক্ত না হওয়ার গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন, কিন্তু বর্তমান যে টাইট, চমকিযুক্ত নকশী বোরকা পরা হয় এতে ইবটিজার ও ধর্ষকের মনে এক প্রকারের শুরশুরি দেওয়া হয় ।
এটি একটি ফ্যাশন ও তামাশা, পর্দার আসল উদ্দেশ্য থাকেনা

ধন্যবাদ ইটালীয়ান রমনী! যারা নিজেদের দেশ ও জাতির কাল্চারকে ঘৃণা করে বিবেকের ডাকে সাড়া দিয়ে অমুসলিম হওয়া সত্বেও পর্দা তথা হিজাবকে ভালো বেসেছেন।

খ্রিস্টিনা দু'জনা যুগের বাস্তবতা থেকে এটাই শিক্ষা নিয়েছেন-যে উলঙ্গপনায় কোন শান্তি থাকতে পরেনা' আসল শান্তির নীড় পর্দা-হিজাবে।

(পাঠকের মতামত muftisiraji-কে লেখার প্রতি আগ্রহ সৃষ্টি করবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত