বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটে ইমাম হত্যা! এবং আমাদের নিরবতা- মুফতী সিরাজী

সিলেট ওসমানী নগর ইমাম হত্যা ০৮/০৯/২০১৬ ইং ।

শহীদ মাওলানা আব্দুর রহমান 

পূর্বপদে খুন হওয়া ব্রাহ্মণবাড়ীয়া  হাফেজ মাসউদ

জামিয়া ইউনুছিয়ার ছাত্র শহীদ হাফেজ মাসউদ

শাহজালালের পুণ্যভূমি সিলেট শহরে ওসমানি নগর সাম্প্রতিক যে মর্মান্তিকভাবে একজন ইমাম হত্যা হয়েছেন,  জাতি কক্ষনো তা বরদাশত করবেনা। 

আলেম উলামাগণ আম্বিয়াগণের উত্তরসূরী এলমে নববীর ঝান্ডাবাহক,  মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান !
যাদেরকে নায়েবে নবী হিসেবে হাদীসে পরিচয় উন্মোচন করা হইয়াছে।
তারা কখনো সাধারণ ব্যক্তি হতে পারেনা।

নবীয়ে আলামীন (সাঃ) বলেন 

عَنْ أَبِى أُمَامَةَ الْبَاهِلِىِّ قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاَنِ أَحَدُهُمَا عَابِدٌ وَالآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِى عَلَى أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِى جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ..

আবু উমামা আল-বাহিলী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ)-এর সামনে দু’জন লোকের কথা উল্লেখ করা হল। যাদের একজন আলেম অপরজন আবেদ। তখন তিনি বলেন, আলেমের মর্যাদা আবেদের উপর। যেমন আমার মর্যাদা তোমাদের সাধারণের উপর। তারপর রাসূল (ছাঃ) বললেন, নিশ্চয়ই তার প্রতি আল্লাহ রহমত করেন এবং তার ফেরেশতামন্ডলী, আসমান-যমীনের অধিবাসী, পিপিলিকা তার গর্তে থেকে এবং এমনকি মাছও কল্যাণের শিক্ষা দানকারীর জন্য দো‘আ করেন।

অতএব  একজন মুসলমান হিসাবে আলেমের অস্বাভাবিক মৃত্যুকে কোন মতেই মেনে নিতে পারেনা।

২০১৫ সালে ব্রাহ্মণবাড়ীয়া জামিয়া ইউনুছিয়ার ছাত্র হাফেজ মাসউদকে আওয়ামী সন্ত্রাসী  ও পুলিশবাহিনী নৃশংস হত্যা করে ছিল এর প্রতিবাদে সারা বাংলাদেশ যেভাবে গর্জে উঠেছিল,  তাতে বদ্ধপরিকর ক্ষমতাসীন সরকারের মসনদকে ভূমিকম্প লিলা দেখিয়ে  যুগের ইতিহাসে একটি সেরা বিপ্লব হিসেবে লিপিবদ্ধ আছে । 
আমাদের এই দেশে আলেম উলামাগণ অনেক শান্ত ।

হাফেজ মাসউদের হত্যার বিচার  সমোজতায় না গিয়ে প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ তিলেতিলে সংগ্রমের মাধ্যমে নিয়ে নিতাম তবে আজ মাওলানা আব্দুর রহমান কে মসজিদে দুষ্কৃতকারীরা নৃশংসভাবে হত্যা করতে সাহস পেতনা।

আমরা মুরব্বীদের কথা শিরোধার্য করি,   ওনাদের কথা পুঙ্খানুপুঙ্খভাবে  মেনে নেওয়াই ক্বওমী ওয়ালাদের পরম আদর্শ।
আমাদের এই শিষ্টাচার দেখে বাতিল ও তাগুতের দুসরেরা ভাবছে এটাই বুঝি তাদের প্রধান কুপরিকল্পনার মওকা!

মাওলানা আব্দুর রহমান সাহেব ছিলে একজন নিষ্ঠাবান ক্বওমী কলম সৈনিক । তার লেখায় ছিল অত্যন্ত তীক্ষ্ণতা , বেদাত শিরিকের বিরুদ্বে তিনি ছিলে সদা সোচ্চার।
বিশেষ করে বেদাতিরা ওনার লেখাকে মেনে নেয়নি।

প্রশাসনের কানে কথাগুলো পৌঁছবে উপরের নির্দেশ আসিলে, অন্যথায় ধামাচাপার মধ্যে শেষ হবে আলেম হত্যার বিচার।

সুতরাং  প্রত্যহ যারযার অবস্থান থেকে ইমাম হত্যার প্রতিবাদে দুর্বার আন্দোলন মাধ্যমে জলজলা বাঁধাতে হবে।
 
ব্রাহ্মণবাড়ীয়ার বিপ্লবী মুসলিম জননেতা আল্লামা শায়খ সাজিদুর রহমান সাহেব
মুরুব্বীদে দিকনির্দেশনা অনুসরণ করে রাজপথে  অটল অবিচল থেকে বিচার আদায় হওয়া পর্যন্ত এস্তেকামতের সাথে লড়তে হবে।


কতিপয় মিডিয়া তো এক চোখা,  সরকারের পা চাটা গোলাম !  শুধু আমাদের বদনাম রটানো তাদের নিত্য অভ্যাস।
আমরা প্রতিটি যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে দেশ বিদেশ এই গুপ্তহত্যার প্রতিবাদ করে যাব।

আহ্বানেঃ- মুফতী বোরহান উদ্দিন সিরাজী,  সাবেক ছাত্র জমিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়ীয়া।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত